![]() |
সেক্স টয় ব্যবহার করে নারীর মৃত্যু |
একটা সময় সেক্স টয় ছিল একধরণের গোপন এবং লজ্জা জনক পণ্যের তালিকায়। কিন্তু বর্তমান সময়েএটি প্রকাশ্যে বাজারজাত করা হয় নারী ও পুরুষের যৌন চাহিদা মেটানো থেকে শুরু করে বিবাহিত জীবনে সম্পর্কের উন্নয়ন মাধ্যম হিসেবে।
সেক্স টয়-এর ব্যবহার এখন আর কোন গোপনীয় বিষয় নয়। তবে এটির ব্যবহারে একটু অসাবধান হলেই ঘটে যেতে পারে বড় কোন দুর্ঘটনা। যেমনটি ঘটেছে এই নারীর ভাগ্যে। একটু বেশি পরিমাণ যৌন সুখ নিতে গিয়ে ঘটেছে জীবন নাস!
![]() |
সেক্স টয় ব্যবহার করে নারীর মৃত্যু |
কেননা সেক্স টয় হিসেবে এই যুবতী ব্যবহার করেছেন বিশাল আকৃতির কাঠের একটি পেনিস। যা ব্যবহারকালে একপর্যায়ে যুবতীর যৌনাঙ্গের ভেতর আটকে যায়। শত চেষ্টা করেও এটি বের করতে না পেরে আবশেষে তাকে হস্পিটালে নিয়েগেলে অপারেশনের মাধ্যমে জরায়ু কেটে তা বের করে আনা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন