শত্রুর হামলায় দেশের সকল মানুষ মারাগেলেও যেভাবে প্রতিশোধ নেবে পুতিন - Nuclear War - BD Today Viral

এইমাত্র

Post Top Ad

Post Top Ad

শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

শত্রুর হামলায় দেশের সকল মানুষ মারাগেলেও যেভাবে প্রতিশোধ নেবে পুতিন - Nuclear War

পরমাণু যুদ্ধে রাশিয়া হেরে গেলে কি হবে? সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট পুতিন বলেন।- শত্রুর পারমাণবিক হামলায় যদি রাশিয়ার সকল নাগরিক মারা ও যায়, তবু প্রতিশোধ নিতে ভুল করবেনা রাশিয়ার ভুমী ও প্রকৃতি।

nuclear-war


কেউ যদি কখনো ভূল করে রাশিয়ার জনগণের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করে, তাতে যদি রাশিয়ার সকল জনগণ মারা ও যায়, যুদ্ধ করার মত কেউ বেঁচে না থাকে তখন কি হবে? এ নিয়ে রুশ জনগণের চিন্তার কোন কারণ নেই। তিনি আরো বলেন-


পরমাণু হামলার ফলে যদি রাশিয়ার সকল জনগণ মারা যায়, পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে পড়বে, তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাবে।, যুদ্ধের ময়দানে কেউ আর বেঁচে থাকবেনা ঠিক তখনি স্বয়ংক্রিয় ভাবে সচল হয়ে উঠবে রাশিয়ার সকল গোপন পরমাণু অস্ত্রভান্ডার। প্রথমেই তারা সংকেত পাঠাবে তাদের নিজ নিজ কমান্ড সেকশনে, ৩০ মিনিট এর মধ্যে কমান্ড সেকশন থেকে কোন সাড়া না পেলে তারা বুঝতে পারবে রাশিয়ার উপর পরমাণু হামলা সংঘটিত হোয়েছে।


তখন তারা একে একে সংযোগ স্থাপন করবে কৃত্রিম উপগ্রহের সাথে। স্যাটেলাইটের সাহায্য নিয়ে পথ নির্ণয় করবে, কোথাথেকে কারা এ হামলা করেছে। শত্রুপক্ষের স্থান নির্ধারণ করেই মুহূর্তের মধ্যে একে একে পরমাণু অস্ত্রবাহিরুশ ক্ষেপনাস্ত্র গুলো ছুটে যাবে শত্রুর হামলার উপযুক্ত জবাব দিতে।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ

Post Top Ad