নাচের অনুষ্ঠান, ফ্লোরে যাওয়ার আগেই ব্লাউজ ছিঁড়ে গেল রাখির। শুরুর আগেই এমন বিপত্তিতে বেজায় চটলেন 'বিতর্কের রানি' রাখি সাওয়ান্ত। যেখানে রাখিকে বলতে শোনা যাচ্ছে, 'এখনও তো শুরুই করিনি, তার আগেই ব্লাউজ ছিড়ে গেল। কী দড়ি লাগিয়েছে এটা! এখন সেফটিপিন দিয়ে কাজ চালাব? নাচও কি সেফটিপিনের ভরসায় করব?' বিরক্ত রাখি বলেন, 'আমরা শিল্পী সেটা তো বোঝা উচিত। আপনাদের তো বুঝতে হবে যে আমাদের টাইট পোশাক পরতে হয়, সেভাবেই দড়ি বানানো উচিত।'

আমরা নিজেরাই কি নিজেদের ব্লাউজ ছিঁড়ে ফেলব!' ঠিক কীভাবে ব্লাউজটা ছিঁড়েছে অবশেষে সেটিও ভিডিয়োতে তুলে ধরেন রাখি সাওয়ান্ত। সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন