গোপনাঙ্গে মেসির ছবি এঁকে গিনেস রেকর্ডে নিজের নাম তুলেছেন সুন্দরী মডেল - BD Today Viral

এইমাত্র

Post Top Ad

Post Top Ad

শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

গোপনাঙ্গে মেসির ছবি এঁকে গিনেস রেকর্ডে নিজের নাম তুলেছেন সুন্দরী মডেল

গোপনাঙ্গে মেসির ট্যাটু করিয়েছেন মিস বামবাম সুজি কোর্টেজ। এখন আরও বেশি বেশি ট্যাটু করানোর স্বপ্ন দেখছেন ব্রাজিলিয়ান এই মডেল। সুজি চাইছেন তাঁর পুর শরীর জুড়ে থাকুক শুধু মেসি।


world-record-for-drawing-messis-picture-on-private-parts
গোপনাঙ্গে মেসির ছবি এঁকে বিশ্ব রেকর্ড

বিশ্বকাপ ২০২২ এর কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ চারে ওঠে এসেছে আর্জেন্টিনা। গোল করে মাঠে ম্যাজিক দেখিয়েছেন 'ক্যাপ্টেন লিওনেল মেসি।  ১৯৮৬ সালের পর আর্জেন্টিনা ফের একবার কাপ জিতার স্বপ্ন দেখছেন মেসির এই ব্রাজিলিয়ান ডাই-হার্ড ফ্যান, সুজি কোর্টেজ বা সুপারফ্যান মিস বামবাম।


Miss-Bambam-Suzy-Cortez
মিস বামবাম সুজি কোর্টেজ


মেসিকে ভালোবেসে নিজের গোপনাঙ্গ সহ শরীরের বিভিন্ন স্পর্শ কাতর স্থানে খোদাই করেছেন এই আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির মুখ। সাতবারের ব্য়ালন ডি'অর জয়ী মেসির সম্মানে সারা শরীরে সাতটি ট্যাটু করিয়েছেন মিস বামবাম। সুজি পেশায় একজন মডেল এবং একাধারে টিভি সঞ্চালিকা ও একজন সফল ব্য়বসায়ী।


মেসির সম্মানে শরীরে আরও বেশি করে ট্যাটু করানোর পরিকল্পনা করেছেন তিনি। একটি ব্রিটিশ ট্যাবলয়েডে দেওয়া সাক্ষাৎকারে সুজি বলছেন, 'মেসির সম্মানে মোট সাতটি ট্যাটু করিয়েছি শরীরে। আমি গোপনাঙ্গে ট্যাটু করিয়ে গিনেস রেকর্ডে নিজের নাম তুলেছি। আমি যখন ওই জায়গায় ট্যাটু করি, তখন অনেকেই চমকে গিয়েছিল। কিন্তু আমি বুঝেছিলাম ওই ট্যাটুর মানে। মেসির পায়ের ওই বিখ্যাত ট্যাটুর সঙ্গে মিল রেখে এবার নম্বর দশ লেখা ট্যাটুটিও করাতে চাই।' মেসির কাফ মাসলে যে ট্যাটু রয়েছে তা সারা বিশ্বের মন কেড়ে নিয়েছে। সেখানে তাঁর ছেলে থিয়াগোর হাতের নকশা ছিল। এরপর তিনি সেখানে ধাপে ধাপে একগুচ্ছ ফুল, তরোয়াল ও ১০ নম্বর খোদাই করান।


Miss-Bambam-Suzy-Cortez
মিস বামবাম সুজি কোর্টেজ

২০১৪ বিশ্বকাপে মেসি ট্রফির অত্যন্ত কাছে এসেও ছুঁয়ে দেখতে পারেননি। জার্মানি ১-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে চতুর্থবারের জন্য বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল। মেসি বিশ্বকাপে নামার আগেই বলেছিলেন,'কাতার বিশ্বকাপই আমার শেষ, নিশ্চিত ভাবে এটা বলতে পারি। এই সিদ্ধান্ত আমি আগেই নিয়ে ফেলেছিলাম।'


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ

Post Top Ad