খোলামেলা পোশাকের অভিনেত্রী বললেই সবার চোখের সামনে বলিউড মডেল উরফি জাবেদের ছবি সবার চোখের সামনে ভেসে ওঠে। তবে এবার উরফি জাবেদকেও ছাড়িয়েগেছেন সুইডিশ বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী এলি আব্রাম।
![]() |
অভিনেত্রী এলি আব্রাম |
সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এলি গাড়ি থেকে নামতেই আগতদের চোখ গেল তার অদ্ভুত পোশাকে খোলামেলা অংশের দিকে।
এলির এই পোশাকের তোলা ভিডিও ঘুরে বেড়াচ্ছে নেটদুনিয়ায়। এলি যে পোশাক পরেছিলেন তা গাউন নামেই পরিচিত। রেশমি সাদা দুটি ঝালর বসানো বস্ত্রখণ্ড ঝুলছিল তার দুই স্তন থেকে। মনে হচ্ছিল দুই স্তনচূড়া থেকে যেন সাদা ঝরনা নেমে এসেছে। এলির এই রূপ দেখে হেসেই দিশেহারা সবাই।
অন্যদিকে এলিকে নিন্দা করতে গিয়েও চলে এসেছে উরফির প্রসঙ্গ। গত মাসেই প্রায়নগ্ন অবস্থায় দিওয়ালির শুভেচ্ছা জানিয়ে জনরোষের শিকার হয়েছিলেন উরফি। কিন্তু এবার এলির এমন পোষাকে হতবাক উরফি-নিন্দুকরাও। কী বলবেন ভেবে পাচ্ছেন না। সবাই বলছেন, এলি কি তাহলে উরফির মা হয়েই ধরা দিয়েছেন?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন