মরুভূমির বুকে নীল জলরাশির বিস্ময়কর লাভ লেক - BD Today Viral

এইমাত্র

Post Top Ad

Post Top Ad

বুধবার, ১৭ জুলাই, ২০২৪

মরুভূমির বুকে নীল জলরাশির বিস্ময়কর লাভ লেক

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে ধু-ধু মরুভূমির বুকে এক চিলতে নীল জলরাশির বিস্ময়কর লাভ লেক বয়ে চলেছে। চারপাশে সবুজ গাছপালায় ঘেরা যার মাঝে ভালবাসার দ্যুতি ছড়াচ্ছে এই লাভ লেক। লেকের পাশেই গাছের সারি দিয়ে লেখা হয়েছে লাভ লেক।


Love Lake
লাভ লেক

দুবাইয়ে দর্শনীয় স্থানের অভাব নেই। প্রতি বছর বিশ্ববাসীকে অবাক করে দিয়ে তৈরি হয় নিত্যনতুন স্পট। বিশ্বের দীর্ঘতম টাওয়ার এবং শপিং মল ছাড়াও সেখানে আছে প্রাকৃতিক বিভিন্ন আকর্ষণ। তেমনই একটি নতুন প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান হলো লাভ লেক।


স্থানটির নাম আল কুদ্রা। দুবাইয়ের আল কুদ্রা মরুরবুকে অবস্থিত এই লাভ লেকটি। দুবাইয়ের রাজকুমার শেখ হামদান বিন মোহাম্মদ তার ইনস্টাগ্রামে কৃত্রিম হ্রদের একটি ছবি শেয়ার করার পর থেকেই পুর বিশ্ব চিনতে পেরেছে এই স্থানটিকে। প্রতি মাসেই দর্শকদের সংখ্যা বাড়ছে লাভ সেখানে।


লাভ লেক
লাভ লেক

ধু-ধু মরুভুমির সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে হৃদয়াকৃতির দুটি হৃদ। ৫ লাখ ৫০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে দুটি কৃত্রিম লেক তৈরি করা হয়েছে সেখানে, যা এখন বিশ্ববাসীর কাছে অন্যতম এক রোমান্টিক স্থান হিসেবে পরিচিতি লাভ করেছে এই লাভ লেক।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ

Post Top Ad