২০২৪ সালের ভবিষ্যৎ বাণী | কি অপেক্ষা করছে মানবজাতির ভাগ্যে - BD Today Viral

এইমাত্র

Post Top Ad

Post Top Ad

রবিবার, ১৪ জুলাই, ২০২৪

২০২৪ সালের ভবিষ্যৎ বাণী | কি অপেক্ষা করছে মানবজাতির ভাগ্যে

বুলগেরিয়ার দৃষ্টিশক্তিহীন নারী ‘নস্ত্রাদামুস ‘ বাবাভাঙ্গার ভবিষ্যদ্বাণী মিথ্যে হয় না, মানে তিনি যা বলছেন তা ঘটবেই! ২০২৪ সালের প্রাকৃতিক বিপর্যয়গুলি নিয়ে তিনি যা বলেছিলেন, অনেকটা তাই ঘটেছে। বিশ্বের বিভিন্ন দেশের জল সংক্রান্ত বিপর্যয়ের কথা বলেছিলেন বাবা ভাঙ্গা। বাস্তবে তাই ঘটেছে। আমরা দেখেছি চলতি বছরে বহু দেশে ভয়াবহ বন্যা হয়েছে।


ইউরোপে ইতালি ও পর্তুগালের বহু এলাকা পানির নিচে ডুবে গেছে। অন্যদিকে অস্ট্রেলিয়া ও এশিয়ার একাধিক দেশও বন্যার কবলে পড়ে। তার মধ্যে রয়েছে ভারতের অসম, কর্ণাটক-সহ একাধিক রাজ্য। ভয়ের ব্যাপার হল এর চেয়েও আতঙ্কের ভবিষ্যদ্বাণী রয়েছে ২০২৪ সালের জন্য।


বাবাভাঙ্গার ভবিষ্যৎ বাণী

বাবাভাঙ্গার ভবিষ্যদ্বাণী অনুযায়ী পাঁচটি ভয়ংকরতম ঘটনা ঘটতে চলেছে আগামী বছরে। সেগুলি কী কী?


১) তাঁর মতে একটি বড় ও শক্তিশালী দেশ জৈব অস্ত্রের হামলা চালাতে পারে অন্য দেশের উপরে। উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন (Ukraine-Russia War) যুদ্ধ চলছে বর্তমান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একাধিকবার পরমাণু হামলার হুমকি দিয়েছেন। তাহলে কি পরমাণু নয় জৈব অস্ত্র ব্যবহার করবেন পুতিন?


২) ভবিষ্যতবক্তার মতে ২০২৪ সালে হতে পারে ভয়ংকর সৌরঝড়। যা পৃথিবীর অভিকর্ষের বড়সড় ক্ষতি করে দেবে।


৩) বিস্ফোরণ ঘটতে পারে পরমাণু চুল্লিতে। এর ফলে আকাশে ছড়াবে বিষাক্ত মেঘ। দূষিত আবহাওয়ার কারণে এশিয়ার বহু মানুষ মারণ রোগে আক্রান্ত হবেন বলে আশঙ্কা।


৪) এছাড়াও আগামী বছর এলিয়েনের হামলা হতে পারে পৃথিবীতে। বাবা ভাঙ্গার মতে এর ফলে গোটা পৃথিবী অন্ধকারে ঢেকে যাবে। লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হতে পারে।


৫) বাবাভাঙ্গার মতে, ২০২৪ সাল থেকে ল্যাবরেটরিতে জন্মাবে মানব শিশু। তখন সন্তানের গায়ের রঙ ফর্সা না কালো হবে, তা ঠিক করার সুযোগ পাবেন বাবা-মা। অর্থাৎ মানুষের জন্মের বিষয়টি নিয়ন্ত্রণ করবে মানুষ।


প্রসঙ্গত, বাবাভাঙ্গার আসল নাম ভ্যাঞ্জেলিয়া গুশতেরোভা। ১৯৯৬ সালে মারা যান তিনি। বাবাভাঙ্গার ভবিষ্যত্‍গণনার মধ্যে ৮৫ শতাংশই নির্ভুল বলে জানান গবেষকরা। এই সব গণনার মধ্যে রয়েছে সোভিয়েত ইউনিয়নের পতন, চেরনোবিল বিপর্যয়, প্রিন্সেস ডায়ানার মৃত্যু, আমেরিকায় ৯/১১ হামলা, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামার নির্বাচন, সুনামি ইত্যাদি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ

Post Top Ad