টাইটানিক জাহাজ দেখতে গিয়ে যেভাবে নিখোঁজ টাইটান - BD Today Viral

এইমাত্র

Post Top Ad

Post Top Ad

শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

টাইটানিক জাহাজ দেখতে গিয়ে যেভাবে নিখোঁজ টাইটান

আটলান্টিক মহাসাগরের গভীরে ঐতিহাসিক ‘টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ’ খুব কাছ থেকে দেখতে গিয়ে হারিয়ে যায় পর্যটকবাহী একটি সাবমেরিন ‘টাইটান’। রোববার কানাডার নিউফাউন্ডল্যান্ডের উপকূল থেকে ৭০০ কিলোমিটার দূরে পাঁচজন যাত্রীসহ ‘টাইটান’ নামের সাবমেরিনটি নিখোঁজ হয়। পাঁচজন যাত্রীর মধ্যে রয়েছে একজন চালক, বাকি চারজন দর্শণার্থী। নিখোঁজ হওয়া এই সাবমেরিনটি উদ্ধারে অনুসন্ধান কার্যক্রম যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডার অনুসন্ধানকারী দল। উভয় দেশের নৌবাহিনীসহ বেসরকারি সংস্থাগুলো এই অভিযানে সহায়তা করছে।


নিখোঁজ-সাবমেরিন-টাইটান


আড়াই কোটি টাকা খরচ করে টাইটানিক জাহাজটিকে দেখতে যাত্রা শুরু করেছিলেন যাত্রীরা : ক্রু ছাড়া যে সকল সাধারণ যাত্রী ডুবোজাহাজটিতে চড়েছিলেন তাদের প্রত্যেকের খরচ করতে হয়েছিল ২ লাখ ৫০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় আড়াই কোটি টাকারও বেশি। সমুদ্র অভিযানবিষয়ক বেসরকারি সংস্থা ওশেনগেট অর্থের বিনিময়ে ‘দুঃসাহসিক অভিযাত্রীদের’ সাগরের ১২ হাজার ৫০০ ফুট নিচে পড়ে থাকা টাইটানিক জাহাজের খুব কাছ দিয়ে ঘুরিয়ে আনে।


ডুবোজাহাজটি যাত্রা শুরুর প্রায় ১ ঘণ্টা ৪৫ মিনিটের মধ্যে ক্রুদের সঙ্গে গবেষণা জাহাজ পোলার প্রিন্সের যোগাযোগ বন্ধ হয়ে যায়। মার্কিন কোস্টগার্ডের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, সাবমেরিনটির মোট ৯৬ ঘণ্টা পানির নিচে থাকার ক্ষমতা আছে। কর্মকর্তারা জানান, একাধিক সামরিক উড়োজাহাজ, একটি সাবমেরিন ও অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তি এই অনুসন্ধানকাজে ব্যবহার করা হচ্ছে।


missing-submarine-itan


ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানায়, অতল গভীরে হারিয়ে যাওয়া ডুবোজাহাজটির ভেতর যারা আছেন, যদি তাদের খুঁজে না পাওয়া যায় তাহলে তারা কেউই বের হতে পারবে না। কারণ, বাইরে থেকে বেশ শক্তভাবে এটি বন্ধ করা হয়, যা ভেতর থেকে খোলা সম্ভব নয়। যাত্রীদের বেশ কয়েকটি নিরাপত্তা ক্যাপসুলের মাধ্যমে বাইরে থেকে আবদ্ধ করা হয়।


ডুবোজাহাজটিতে যে কয়েকজন নিখোঁজ হয়েছেন তাদের মধ্যে রয়েছেন ৫৮ বছর বয়সী ব্রিটিশ ধনকুবের হামিস হার্ডিং, ব্রিটিশ-পাকিস্তানি ব্যবসায়ী শাহজাদা দাউদ (৪৮) ও তার ছেলে সুলেমান দাউদ (১৯), ওশেনগেটের প্রধান নির্বাহী ৬১ বছর বয়সী স্টকটন রাস। পরিচালনার দায়িত্বে ছিলেন, ৭৭ বছর বয়সী নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ডাইভার পল-হেনরি নারগোলেট। তাদের উদ্ধার অভিযানে নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের কমান্ডাররা। সবাইকে জীবিত উদ্ধারে ঘটনাস্থলে যোগ দিয়েছেন ফ্রান্সের বিশেষজ্ঞ দল। সবচেয়ে আধুনিক প্রযুক্তি নিয়েই চলছে উদ্ধারকাজ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ

Post Top Ad