গত কয়েক বছর ধরেই ত্বকের ক্যান্সার উদ্বেগ বাড়াচ্ছে অস্ট্রেলিয়া প্রশাসনের। World Cancer Research Fund-এর দেওয়া তথ্য অনুযায়ী, ত্বকের ক্যান্সারে আক্রান্তের সংখ্যা অস্ট্রেলিয়া একেবারে শীর্ষে রয়েছে। এই অবস্থায় সচেতনতা বাড়াতে এগিয়ে আসেন এক মার্কিন চিত্র সাংবাদিক। স্পেনসার টুনিক নামের ওই ব্যক্তি বিবস্ত্র অবস্থায় সৈকতে জমায়েত এবং তাদের ছবি প্রকাশ্যে আনার প্রস্তাব দেন।
মার্কিন চিত্রগ্রাহক স্পেনসার জানিয়েছেন, “প্রশাসনের সঙ্গে কথা বলে নগ্ন অবস্থায় সৈকতে ঢোকার অনুমতি পান তারা। খুব ভোর থেকে স্বেচ্ছাসেবকরা দলে দলে জোড়ো হতে শুরু করেছিলেন। ওই সময় মারাত্মক ঠাণ্ডা ছিল ওখানে। তার পরও শুধুমাত্র সচেতনতার জন্য যে ভাবে স্বেচ্ছাসেবকরা কাজ করেছেন, তা প্রশংসার যোগ্য।” এরই মধ্যে অস্ট্রেলিয়ায় শুরু হয়েছে National Skin Cancer Action সপ্তাহ।
অন্যদিকে World Cancer Research Fund -এর দেওয়া তথ্য অনুযায়ী, গত কয়েক বছরে ক্যান্সার রোগীর সংখ্যা ফের বিশ্বজুড়ে বাড়ছে। তবে চিকিৎসকদের দাবি, গোড়াতেই চিহ্নিত করা হলে এই দুরারোগ্য রোগের হাত থেকে নিস্তার পাওয়া সম্ভব। বিশেষজ্ঞদের দাবি, ফুসফুসে ক্যান্সারের প্রথম লক্ষণ-ই হল শ্বাসকষ্ট। যাঁদেরই এই রোগ হয় তাঁরাই শুরুতে বলেন, শ্বাস নিতে গিয়ে যেন বাতাসের অভাব বোধ করছেন। এবং হাঁপানি-র সঙ্গে গুলিয়ে ফেলেন! অন্যদিকে খাবার গিলতে অসুবিধা কিন্তু সার্ভাইকাল বা লাং ক্যান্সারের প্রথম ধাপ। শরীরের কোথাও আচমকা গ্ল্যান্ড ফুলে যাওয়া লিম্ফ্যাটিক সিস্টেম পরিবর্তনের ইঙ্গিত দেয়। এটা ক্যান্সারের পূর্ব লক্ষণ হতেও পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। আরও একটা গুরুত্বপূর্ণ লক্ষণ, নখের রং পাল্টে যাওয়া। অনেক রকমের ক্যান্সারেরই এটা প্রাথমিক লক্ষণ। যেমন, নখে বাদামি বা কালো রেখা বা ছিটে দাগ ত্বকের ক্যান্সারের লক্ষ্মণ বলে জানিয়েছেন চিকিৎসকরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন