আর দশজন নারী থেকে তিনি ছিলেন অনেক বেশি আলাদা। তার আকর্ষণীয় ফিগার, প্রতিমার মতো চোখ-মুখ যেন আগুন ধরিয়ে দিলো কোটি কোটি পুরুষের অন্তরে। রূপে-গুণে-লাবণ্যে ছিলেন অনন্যা। তিনি চুম্বকের মতো সকল বয়সের পুরুষদেরকে টানতেন গোপন বাসনায়। এটাই স্বাভাবিক!!
বলিউড অভিনেত্রী জেসমিন। যিনি ১৯৮৮ সালে ‘ভিরানা’ সিনেমা দিয়ে নায়িকা হিসেবে যাত্রা শুরু করেন। সেই ছবিটি ছিলো বি গ্রেড এবং ভৌতিক। রামসে ব্রাদার্সের এই সিনেমা দিয়ে নায়িকা হিসেবে সবার মন কাড়েন জেসমিন। তাকে নিয়ে চারদিকে শুরু হয়েযায় তোলপাড়।
তাকে নিয়ে সবে মাত্র ভাবতে শুরু করেছিলো বলিউডের প্রথম সারির প্রযোজক এবং নির্মাতারা। বলিউডে যোগ হতো আরও একজন ডিভার নাম। কিন্তু অতিরিক্ত সৌন্দর্যই সেই পথটা বন্ধ করে দিলো জেসমিনের।
ভিরানা ছবিটি মুক্তির পর রাতারাতি আলোচনায় চলে আসেন জেসমিন। সবখানে তাকে নিয়ে শুরু হয় হৈ চৈ। তার উপর কুনজর পড়ে দেশ-বিদেশের আন্ডারওয়ার্ল্ডের ডাকসাইটে সব বড়বড় গডফাদারদের। দাউদ ইব্রাহিম থেকে শুরু করে আরও অনেক প্রভাবশালীরা জেসমিনকে কাছে পেতে মরিয়া হয়ে উঠে। তাকে বাগে আনতে না পেরে বহু টাকার প্রস্তাবও দেয়া হয়। অতিষ্ঠ হয়ে উঠে জেসমিনের জীবন।
![]() |
ভিরানা মুভি জেসমিন |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন