ভারতের জন্য উপহার ‘ফাতাহ’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল পাকিস্তান - Fatah missile - BD Today Viral

এইমাত্র

Post Top Ad

Post Top Ad

মঙ্গলবার, ৬ মে, ২০২৫

ভারতের জন্য উপহার ‘ফাতাহ’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল পাকিস্তান - Fatah missile

fatah-missile

ভারত পাকিস্তান অহেতুক দাঙ্গায় আতঙ্কে  রয়েছে দুই দেশের জনগন। আজ এক হুমকি দিচ্ছে তো কাল আর এক হুমকি। তারই রেশ ধরে ড্রোন থেকে শুরু করে আকাশ, জল, ভূমি সবখানেই চলছে মহড়া নামের প্রহসন। তাইত  সোমবার ১২০ কিলোমিটার পাল্লার একটি ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে পাকিস্তান। এটি ফাতাহ সিরিজের এই ক্ষেপণাস্ত্র যা  ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম। চলমান সিন্ধু চুক্তিকে কেন্দ্র করে এটিকে  ‘এক্স সিন্ধু’ নামের সামরিক মহড়ায়  অংশ হিসেবে  উল্লেখ  করা হয়েছে।


২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলায় ২৬ জন নিহত হন, যাঁদের প্রায় সবাই পর্যটক। ভারতের দাবি এই হামলার সঙ্গে পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে। কিন্তু ইসলামাবাদ তা নাকচ করেছে। এর পর থেকে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ দুটির মধ্যে চরম  উত্তেজনা দেখা দিয়েছে এবং উভয় দেশ পাল্টাপাল্টি পদক্ষেপ অব্যাহত রেখেছে। আর এমন সময়ে এই  ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হলো। তবে এই উৎক্ষেপণের লক্ষ্য ছিল সেনাসদস্যদের অভিযানের প্রস্তুতি নিশ্চিত করা, ক্ষেপণাস্ত্রটির উন্নত ন্যাভিগেশন সিস্টেম বা নির্ধারিত পথে নির্ভুলভাবে গন্তব্যে আঘাত হানতে পারে কি না, তা যাচাই করা ও নির্ভুলতা পরিমাপ করা। ক্ষেপণাস্ত্রের  সফলতা দেখে  দেশটির সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা পাকিস্তান সেনাবাহিনীর যুদ্ধসক্ষমতা ও প্রযুক্তিগত দক্ষতায় পূর্ণ আস্থা পুনর্ব্যক্ত করেছেন। এবং আশ্বাস দিয়েছেন পাকিস্তানের ভূখণ্ডে যেকোনো আগ্রাসন মোকাবিলায় সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত।’ তবে দুই দেশের সরকার যুদ্ধংদেহী হলেও পাকিস্তানের মানুষ  ভারতের বিরুদ্ধে যুদ্ধ চান না। তারা আলোচনার মাধ্যমে সমাধান চান। অন্যদিকে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও উৎক্ষেপণ প্রস্তুতিতে সংশ্লিষ্টদের প্রশংসা করেন। তিনি বলেন ‘এই সফল উৎক্ষেপণ এটাই প্রমাণ করেযে , পাকিস্তানের প্রতিরক্ষার ভার এখন শক্তিশালী হাতে রয়েছে।


কেঊ চাইলেই আমাদেরকে আর আঘাত করতে পারবে না। তাছাড়াও  গত সপ্তায়  পাকিস্তান ৪৫০ কিলোমিটার পাল্লার ‘আবদালি’ নামের ক্ষেপণাস্ত্র টি সফলভাবে উৎক্ষেপণ করেছে।  এই ক্ষেপণাস্ত্র টি ৪৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এটি  ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য। তাছাড়াও  গত বছর মে মাসে  ৪০০ কিলোমিটার পাল্লার ‘ফাতাহ-২’ গাইডেড রকেট সিস্টেমের পরীক্ষামূলক পরীক্ষা চালিয়েছিল দেশটি। এটিও উন্নত গাইডেন্স প্রযুক্তির একটি রকেট যা  শত্রুর ব্যালিস্টিক প্রতিরক্ষা এড়িয়ে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ

Post Top Ad