বিশ্বে এই প্রথম বিমান যোগাযোগ বিঘ্নের সাক্ষী হল আমেরিকা। বুধবার থেকে থেমে গেল বিমান পরিষেবা। মাঝ আকাশ থেকেই নামিয়ে নেওয়া হল বিমান। নোটিস টু এয়ার মিশনস সিস্টেমে সমস্যার কারণে ঘটে এই ঘটনা।
![]() |
অ্যামেরিকার বিমান যোগাযোগ বিচ্ছিন্ন |
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট অ্যাওয়ারের পক্ষ থেকে জানানো হয়, গোলযোগের কারণে ৫,৪০০ টি বিমানের যাত্রা বাতিল করাহয়েছে। এমনকি মাঝ আকাশ থেকে নামিয়ে নেওয়া হয়েছে বেশ কয়েকটি বিমান।
সমস্যায় পড়তে হয়েছে হাজারো যাত্রীদের। বিমান কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন হাওয়াই থেকে ওয়াশিংটন, অথবা টেক্সাস থেকে পেনসিলভানিয়া বিমানযাত্রীরা।
মার্কিন প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি, এই ঘটনার মূলে রয়েছে রুশ হ্যাকাররা। কারণ রুশ ইউক্রেন যুদ্ধের মাঝে ইউক্রেইনকে সমানে অস্ত্র সাহায্য করে চলেছে আমেরিকা। আর তাতেই যথেষ্ট ক্ষিপ্ত রাশিয়া। আর সে কারণেই কাজে লাগানো হচ্ছে সে দেশের শক্তিশালী হ্যাকার বাহিনীকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন