রাজধানী ঢাকার সবচেয়ে নিকটতম জেলা নারায়ণগঞ্জ। ঢাকা টু নারায়ণগঞ্জ ট্রেনের দূরত্ব মাত্র ২৯ কিলোমিটার। আর এ ২৯ কিলোমিটার পথ কমিউটার অথবা মেইল ট্রেন দিয়ে পাড়িদিতে সময় লাগে ৪৫ মিনিট। কমলাপুর থেকে নারায়ণগঞ্জ রুটের যে ষ্টেশনেই আপনি নামুন না কেন, নতুন ভাঁড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ২০ টাকা।
ঢাকা - নারায়ণগঞ্জ রুটে চলবে প্রতিদিন মোট ৬ জোড়া ট্রেন। নারায়ণগঞ্জ ট্রেনের নতুন সময়সূচী-
ঢাকা থেকে ছাড়বেঃ-
সকাল ৫:৩০; ৭:৪০; ১২:৪০; ১৫:৩০; ১৭:৪০; ২০:৪০
নারায়ণগঞ্জ থেকে ছাড়বেঃ-
সকাল ৬:৩৫; ৮:৪৫; ১৪:২৫; ১৬:৩৫; ১৯:৩০; ২১:৪৫
![]() |
ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেনের সময়সূচী |
ঢাকার গুলিস্তান হতে সড়ক পথে বাস যোগে, সদরঘাট থেকে লঞ্চ যোগে এবং কমলাপুর রেল স্টেশন হতে রেল যোগে খুব অল্প সময়ে এ জেলায় যাতায়াত করা যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন